স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের উদ্যোগে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও শিশু নির্যাতন বন্ধে উদ্ভদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপি ফরিদগঞ্জ উপজেলার বেশকটি ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাদের দেশে বাল্য বিবাহ, মাদক সেবন, ইভটিজিং ও শিশু নির্যাতনের আগ্রাসন বেড়েই চলেছে। মহামারি আকার ধারন করেছে এই সামাজিক ব্যাধিগুলো। এ থেকে পরিত্রান পেতে হলে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জানতে হবে এবং জানাতে হবে এই ব্যাধিগুলো আমাদের সমাজেকে কিভাবে গ্রাস করে নিচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। বিভিন্ন সংগঠনকে গনসচেতনতা বৃদ্ধি করতে পাড়া মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সভা সেমিনার করতে হবে। গনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ ব্যাধি ধেকে সমাজকে সুস্থ রাখা সম্ভব নয়। এসময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।