শনিবার দুপুরে মইনুদ্দিন (৭) নামে এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ফরিদগঞ্জ পৌর এলাকার কলেজ চর নামে একটি আবাদকৃত মাছের ঘেরের কচুরিপানা কাটতে গেলে লাশটি ভিতর থেকে ভেসে উঠে বলে স্থানীয় লোকজন জানান।
জানা গেছে, পৌর এলাকার মিরপুর গ্রামের সিএনজি স্কুটার চালক আঃ কাদেরের শিশু পুত্র মইনুদ্দিন গত বৃহস্পতিবার সকালে হারিয়ে যায়। বহু খোঁজাখুজির পর তাকে না পেয়ে তার পরিবার এলাকায় মাইকিং করে।
শনিবার দুপুরে কলেজ চরের পাশের বাড়ির জনৈক হারুন চৌধুরী গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে একটি শিশুর অর্ধ গলিত লাশ ভেসে উঠতে দেখেন। সংবাদ পেয়ে আঃ কাদের ঘটনাস্থলে এসে লাশটি তার শিশুপুত্র মইনুদ্দিনের বলে শনাক্ত করেন।
আঃ কাদের জানায়, তার পুত্র মইনুদ্দিন মৃগী রোগী ছিল। তাছাড়া তার মাছ ধরার নেশা ছিল। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে তাকে আর খুঁেজ পায় নি। আঃ কাদের আরো জানায়, ইতিপূর্বেও সে কয়েকবার পানিতে পড়েছিল। সে সময় প্রতিবেশি লোকজন সাথে সাথে দেখে ফেলায় সে প্রাণে বেঁচে যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানার এস আই মনিরুল ইসলাম জানান, লাশটি মইনুদ্দিনের বলে তার বাবা আঃ কাদের শনাক্ত করেছেন।