শওকত আলী ॥
ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জান্নাত আক্তার মুক্তা (৫) নামে শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নয়াহাট বাজারের সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মুক্তা চির্কা চাঁদপুর গ্রাামের পাটওয়ারী বাড়ীর মোক্তার পাটওয়ারীর মেয়ে। চাঁদপুর মডেল থানার উপ পরির্দশক প্রহলাদ রায় জানান, শিশুটিকে নিয়ে তার মা বিদ্যুৎ বিল দেয়ার জন্য নয়ারহাট বাজারে আসে। এ সময় মায়ের হাত ফসকে শিশুটি একটু দুরে সরে আসলে পাশ দিয়ে যাওয়া অটোরকিশাটি তাকে স্বজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, এই বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি এবং এখন পর্যন্ত অটোরিকশাটিও সনাক্ত হয়নি।