চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসার হিসেবে বদলি হয়েছেন রোটা. ফারহানা আক্তার রুমা।
তিনি আগামী রোববার (২৫ এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসার হিসেবে যোগদান করবেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে তিনি ফোকাস মোহনাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর পূর্বে তিনি দীর্ঘদিন মতলব দক্ষিণের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।
বর্তমান কর্মস্থলেও তিনি সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ শাখাওয়াত হোসেন। এর পূর্বে তিনি মতলব উত্তর উপজেলায় কর্মরত ছিলেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/