শাহরিয়ার খান কৌশিক,।। চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় খড়ের পাড়ায় আগুন লেগে মায়া (৭)নামে এক শিশুর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ৯নং গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া বাজার এলাকায় গাজী বাড়ির পাশে শাহজাহান গাজীর জমিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ অবস্থায় মায়াকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মায়ার অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। অগ্নিদগ্ধ মায়া ধানুয়া ৯নং ওয়ার্ড গাজি বাড়ির ইসমাইল গাজীর মেয়ে। আহতের মা তাসলিমা বেগম জানায়, দুপুরে মায়া ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে শাহজান গাজীর জমিতে সহকর্মীদের নিয়ে খেলতে যায়। এ সময় তার সাথে থাকা শিশুরা খেলার ছলে ঘাড়ের পাড়ায় আগুন লাগিয়ে দেয়। এ সময় সেই আগুন মায়ার গায়ের কাপড়ে লেগে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আসিফ উল হাসান চৌধুরী জানায়, মায়ার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।শিশুটির মাথা ছাড়া শরীরের পুরো অংশ অগ্নিদগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ব্যবহার করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।