চাঁদপুর সংবাদদাতা :চুরি করে পালাতে গিয়ে সিরাজুল ইসলাম পাটওয়ারী(৬৭) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ শনিবার বিকেলে পুকুর থেকে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের সিরাজুল ইসলাম পাটওয়ারী শুক্রবার রাতে পাশ^বর্তী জয়রাম সিংহের বাড়িতে চুরি করতে যায়। কিন্তু চুরির ঘটনা টের পেয়ে লোকজন তাকে ধাওয়া দেয়। পালাতে গিয়ে এক পর্যায়ে সিরাজুল ইসলাম পাশ^বর্তী একটি পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু পুকুর থেকে সে আর উঠে নি। শনিবার সকালে তার লাশ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী।
সিরাজুল ইসলামের ছোট ভাই মাজহারুল ইসলাম জানায়, ‘তার ভাই রাতের খাবার তার সাথেই খেয়ে চলে যায়। পরে গভীর রাতে চোর চোর বলে শব্দ শুনে তিনি বাড়ির পাশের একটি পুকুর পাড়ে শতশত লোকজন দেখতে পায়। তাদেরকে জিজ্ঞাস করলে তারা জানায়, চোর পালাতে গিযে পুকুরে ঝাঁপ দিয়েছে। কিন্তু সেই সময় অনেকক্ষণ অপেক্ষা করেও কাউকে দেখতে না পেয়ে তিনি বাড়ি চলে আসেন। সকালে তিনি সংবাদ পেয়ে পুকুরে তার ভাইয়ের লাশ পুকুরে ভাসতে দেখেন। ’ তিনি জানান, তার ভাই অসুস্থ ছিল। মাঝে মধ্যে নেশা করতো।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস আই নাজমুল হুসান শনিবার বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, প্রাথমিক ভাবে তারা ধারনা করছেন সিরাজুল ইসলাম চুরি করে পালাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। পোষ্ট মর্টেম রির্পোট এলে বিস্তারিত জানা যাবে।