এলাকার জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এলাকার যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল হতে ফেরানো,গরীব অসচ্ছল মেয়েদের বিয়ের ব্যবস্হা করা,তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্হা, বাল্য-বিবাহ রোধ,ইভটিজিং রোধ, ন্যায় বিচার প্রতিষ্টায় পঞ্চায়েত কমিটি গঠন, সুপেয় পানীয় জলের জন্য গভীর নলকুপ স্হাপন করা,প্রধান রাস্তায় পৌরসভার মাধ্যমে স্ট্রীট লাইটের ব্যবস্হাকরণ .বয়স্কদের জন্য বৃদ্বাশ্রম প্রতিষ্টা করন,ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন যেমন রাস্তাঘাট পাকা-করন,মসজিদ মাদ্রাসা তৈরি করে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিকরা,চুরি ডাকাতিরোধে ওয়ার্ডবাসির পরামর্শে নৈশ প্রহরীর ব্যবস্হাকরন, সন্ত্রাস চাঁদাবাজি ছিনতাই রোধকরনের ব্যবস্হাকরন,খেলাধুলা যেমন হা ডু ডু,ব্যাডমিন্টন,ক্রিকেট,ফুটবল খেলার ব্যবস্হা করা, প্রতি বছর আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সহ ওয়ার্ডের উন্নয়ন মুলক কাজে আমি নিজকে বিলিয়ে দিবো-কথাগুলো বলেছেন ফরিদগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি,ভাটিয়ালপুর ইষ্টার্ণ স্পোর্টিং ক্লাবের সভাপতি,ভাটিয়ালপুর ঈদগাঁহ জামে মসজিদের সহ সভাপতি,ভাটিয়ালপুর ঈদগাঁহের সহ সভাপতি,নির্ভীক সমাজসেবক,ক্রীড়ানুরাগী সংগঠক মোঃ আবদুল গফুর মিয়া।তিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর কলি মিয়ার বাড়ীর মরহুম আবদুল মান্নান মিয়া ও মরহুমা তাজিমের নেছার বড় ছেলে।এলাকার সকলের প্রিয় মুখ সংস্কৃতিমনা,বন্ধুবৎসল,পরোপকারী, মোঃআবদুল গফুর মিয়া ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ২ পুত্র ও ১ কন্যার জনক।তার বড় ছেলে ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ র শেষ বর্ষের ছাত্র ছোট ছেলে ও একই প্রতিষ্টানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(ডিপ্লোমা)শেষ বর্ষের ছাত্র।স্ত্রী গৃহিনী।তরুন বয়স হতেই উদয়ন ক্লাব প্রতিষ্টার মাধ্যমে সামাজিক কর্মকান্ডে নিজকে নিয়োজিত রেখেছেন।তিনি কুয়েত,সৌদি-আরব,ইরাক,জর্ডান সহ পৃথিবীর অনেক দেশ ভ্রমন করেছেন।পবিত্র হজ্বপালন করেছেন।
তিনি বলেন আমি নির্বাচিত হলে আমার জীবন দিয়ে হলেও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো, আমার দরজা গরীব দুঃখী সকল স্তরের মানুষের জন্য সব সময় খোলা থাকবে। এজন্য ৯ নং ওয়ার্ডের(ভাটিয়ালপুর ও চরকুমিরা)দলমত নির্বিশেষে সকল জনগনের দোয়া সমর্থণ ও ভোট প্রার্থণা করেন।তিনি বলেন আমার বিশ্বাস উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।