শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১২নং চাঁন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির ছেলের বউ ভাত অনুষ্টানে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় চাঁন্দা ইউনিয়নের দক্ষীন বালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় চেয়ারম্যানের স্ত্রী রোকেয়া বেগম সহ আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বউ ভাত অনুষ্টানে আসা বর ও কনে পক্ষের বেশ কয়েকজন অতিথী জানায়, চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির ছেলে রুহুল আমিন খাঁন রিপনের সাথে বিষনদী চেয়ারম্যানঘাট এলাকার লিয়াকত হেসেনের মেয়ের সাথে বিয়ে হয়। শুক্রবার দুপুরে কনের পক্ষরা বউ ভাত অনুষ্টানে চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির বাড়িতে আসে। অনুষ্টানে প্রথম দফায় বর পক্ষের অতিথীদের খাবার শেষে ২য় দফায় কনে পক্ষের লোকজন খেতে বসে। এসময় কনের ভাই ও মামা সহ বেশ কয়েকজন অতিথী একটি টেবিলে বসে। টেবিলটি ময়লা হওয়ায় পরিস্কার করার জন্য কনের ভাই খাবার পরিবেশনে দায়িত্বে থাকা লোকদের অনুরোধ করে। কিন্তু টেবিলটি পরিস্কার না করে খেতে হলে নিজেদের পরিস্কার করার জন্য বলে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানি ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে কনে পক্ষের লোকজনের ঘায়ে চেয়ার ছুড়ে মারে। এসময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ সৃস্টি হলে চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির স্ত্রী রোকেয়া বেগম সহ কনে পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। পরে স্থানিয়রা আহত দক্ষিন বালিয়ার রহমানের ছেলে আঃ গনি(১৬), রুহুল আমিনের ছেলে সেলিম(৩০), করে পক্ষের যমুনা রোডের জলিল বেপারির ছেলে রবিউল(১৮)সহ বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির কাছে জানতে চাইলে তিনি জানায়, খাবার টেবিলে খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে ,মারামারি হয়নি। নিজেরাই সমাধান করে নিবো। এই ঘটনায় যাতে প্রত্রিকায় কোন সংবাদ না আসে। আসলে খবর আছে বলে হুঙ্কার দেয় চেয়ারম্যান।
এদিকে চেয়ারম্যান ইউছুফ খাঁন কেরানির ছেলের বউ ভাত অনুষ্টানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি এরিয়ে গেলেও এলাকায় এই নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। চাঁন্দা বাজার থেকে শুরু করে পুরো ইউনিয়নে লোকজনের মুখেমুখে চেয়ারম্যান কি করে ছেলের বউ ভাত অনুষ্টানে কনের লোকজনের সাথে খারাপ আচরন করে তাদের হামলা করলো। এটিকি তার উচিৎ হলো। তিনি ইউনিয়নের জনগনের সাথে যে ভাবে খারাপ আচরন করে ঠিক সেই আচরন করেছে বউ ভাত অনুষ্টানে। এই ঘটনায় তার প্রকৃত রুপ বেড়িয়ে এসেছে।