আজ নতুন বছরের প্রথম দিনে চাঁদপুর জেলার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রায় ৫৮লক্ষ ১৮ হাজার ৭শ’ ৪১টি বই। সরকারে সীধান্ত মোতাবেক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ বই বরাদ্দ দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই বিনামূল্যে সরকারি এসব বই পাবে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। তারমধ্যে জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বই এসেছে ২৮ লক্ষ্য ৬০হাজার ৬৫ পিস। জেলায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই এসেছে ১৭ লক্ষ্য ৬১হাজার ৮শ’ ৪৫ পিস। জেলায় দাখিল মাদ্রাসার বই এসেছে ৮লক্ষ্য ২হাজার ৯৬ পিস। জেলায় ইবতেদায়ী মাদ্রাসায় বই এসেছে ৩ লক্ষ্য ৯১ হাজার ৩শ’ ৯৪ পিস। জেলায় ইংরেজী ভার্ষণের বই এসেছে ২ হাজার ৩শ’ ৪১পিস। জেলায় চাহিদা অনুযায়ী বই বরাদ্দ হয়েছে। নভেম্বর মাস থেকে বই আসা শুরু করেছে। ডিসেম্বর মাসের মধ্যে জেলার প্রতেকটি উপজেলায় বই চলে এসেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, চাঁদপুর জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বইয়ের চাহিদা ছিল ২৮ লক্ষ্য ৬০হাজার ৬৫পিস। জেলায় মাধ্যমিক বরাদ্দকৃত বইযের মধ্যে- চাঁদপুর সদরে বই এসছে ৫লক্ষ ১১হাজার ৪শ ৫০টি, কচুয়া উপজেলায় বই এসেছে ৪লক্ষ ৩১ হাজার ৩শত ৪৫টি, হাজীগঞ্জ উপজেলায় বই এসছে ৪লক্ষ ২০হাজার ১শ’ ৪০টি, হাইমচর উপজেলায় বই এসেছে ১লক্ষ ১৩ হাজার ৮শ’ ৬৫ টি, শাহারাস্তি উপজেলায় বই এসেছে ২লক্ষ ৬৫ হাজার ৩শত টি , ফরিদগঞ্জ উপজেলায় বই এসেছে ৪লক্ষ ৩৯ হাজার ১শত ২৫টি, মতলব দক্ষিণ উপজেলায় বই এসেছে ২লক্ষ ৫৮ হাজার ৭শত টি, মতলব উত্তর উপজেলায় বই এসেছে ৪ লক্ষ ২০ হাজার ১শত ৪০টি ।
চাঁদপুর জেলায় দাখিল মাদ্রাসার বই এসেছে ৮লক্ষ্য ২হাজার ৯৬ পিস। জেলায় মাধ্যমিক বরাদ্দকৃত বইযের মধ্যে- চাঁদপুর সদরে বই এসছে ১লক্ষ ৩২হাজার ৪৫টি, কচুয়া উপজেলায় বই এসেছে ১লক্ষ ৪৩হাজার ২শত টি, হাজীগঞ্জ উপজেলায় বই এসছে ১লক্ষ ১৭হাজার ২শ’ ৬৫টি, হাইমচর উপজেলায় বই এসেছে ৩৯হাজার ২শ’ ২৪ টি, শাহারাস্তি উপজেলায় বই এসেছে ৭১হাজার ২শ’ ৮০টি , ফরিদগঞ্জ উপজেলায় বই এসেছে ১লক্ষ ৭৯হাজার ১শত ৬৭টি, মতলব দক্ষিণ উপজেলায় বই এসেছে ৭৭হাজার ১শত ৫০টি, মতলব উত্তর উপজেলায় বই এসেছে ৪২হাজার ৭শত ৬৫টি।
চাঁদপুর জেলায় ইবতেদায়ী মাদ্রাসায় বই এসেছে ৩ লক্ষ্য ৯১ হাজার ৩শ’ ৯৪ পিস। জেলায় মাধ্যমিক বরাদ্দকৃত বইযের মধ্যে- চাঁদপুর সদরে বই এসছে ৬৫হাজার ৫শ ৬০টি, কচুয়া উপজেলায় বই এসেছে ৬৬হাজার ২শত টি, হাজীগঞ্জ উপজেলায় বই এসছে ৫৩হাজার ৯শ’ টি, হাইমচর উপজেলায় বই এসেছে ১৮হাজার ৫শ’ ৫৪টি, শাহারাস্তি উপজেলায় বই এসেছে ৪০হাজার ৭শত টি , ফরিদগঞ্জ উপজেলায় বই এসেছে ৮৯হাজার ৬০টি, মতলব দক্ষিণ উপজেলায় বই এসেছে ৩৬হাজার ২শত টি, মতলব উত্তর উপজেলায় বই এসেছে ২১হাজার ২শত ২০টি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, জেলায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই এসেছে ১৭ লক্ষ্য ৬১হাজার ৮শ’ ৪৫ পিস। জেলায় মাধ্যমিক বরাদ্দকৃত বইযের মধ্যে- চাঁদপুর সদরে বই এসছে ৩লক্ষ ৩৬হাজার ১শ’ ৫০টি, কচুয়া উপজেলায় বই এসেছে ২লক্ষ ৯১হাজার ১শত ৮০টি, হাজীগঞ্জ উপজেলায় বই এসছে ২লক্ষ ৩৬হাজার ৯শ’ টি, হাইমচর উপজেলায় বই এসেছে ৮০হাজার ৪শ’ টি, শাহারাস্তি উপজেলায় বই এসেছে ১লক্ষ ৫৭ হাজার ৭শত ৮২টি, ফরিদগঞ্জ উপজেলায় বই এসেছে ২লক্ষ ৮হাজার ৪শত ৯৯টি, মতলব দক্ষিণ উপজেলায় বই এসেছে ১লক্ষ ৫১ হাজার ৪শত ৪৩টি, মতলব উত্তর উপজেলায় বই এসেছে ২লক্ষ ১৭হাজার ৫শত টি ।
জানা যায় জাতীয় শিক্ষাকার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এন সি টিভি) এর নতুন কারিকুলামে ২০১৫শিক্ষাবর্ষে নতুন বই প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল, ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য বই বরাদ্দ দেওয়া হয়েছে। ইতি মধ্যে জেলার জন্য বরাদ্দকৃত বই সংশ্লিষ্ট দফতরে চলে এসেছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফি উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানায়, ৩১ডিসেম্বরের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে এসব বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারীতে আনুষ্ঠানিকতার মধ্যে প্রত্যেক শিশুর হাতে নতুন বই তুলে দেয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।