মোঃ জামাল হোসেনঃ “যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধে হা বলুন, মাদককে না বলুন” এ প্রতিপাধ্যকে সামনে রেখে শাহ্রাস্তিতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের প্রচার এবং উদ্বুদ্ধ করণ কার্যক্রম, টেকসই উন্নয়নের লক্ষ সমূহ(এসডিজি), ভিশন ২০২১’ এর লক্ষ অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১১টায় ওয়ারুক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ারুক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ভুঁইয়ার সঞ্চালণায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি শাম্মিনাজ আলম, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন দাস, সপ্রাবির প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রব। এ সময় উপস্থিত ছিলেন, সপ্রাবির পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মাসুদ আলম, কল্যান সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আযাদ, পিটিআই কমিটির সভাপতি মোঃ আবদুল মান্নান, সিনিয়র শিক্ষক মোঃ মজিবুর রহমান সহ সকল শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন উন্নয়ন রাস্তা ব্রিজ, কালবার্ট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করে যাচ্ছে। এছাড়াও নারীদের ক্ষেত্রে ও ব্যপক অগ্রনি ভূমিকা পালন করছে। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, মাতৃত্ব ভাতা ও নারীদেরকে সাবলম্বি হওয়ার জন্য বিভিন্ন দপ্তরে প্রশিক্ষনের ব্যবস্থা করেছে।