মতলব উত্তর:
বিনাতদন্তে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের প্রকৃত জেলেদের নাম বাদ দেয়া ও বাদ পড়া জেলেদের নাম তালিকা ভুক্তি করা ও উপজেলা মৎস্য কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন করেছে জেলেরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে ষাটনলের প্রকৃত মৎস্যজীবিদের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহন করেন- ইউপি সদস্য আঃ হান্নান সরকার, মহাবীর বর্মন, মৎস্যজীবি প্রতিনিধি ইমাম হোসেন, অন্দ্রজিত বর্মন, নিবাস বর্মন, রফিকুল ইসলাম, নুর“ল ইসলাম,স্বপন মিয়া, জামাল মিয়া, উষারাণী, সেবু রানী, কুসুলা রাণী প্রমূখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন’র কাছে স্মারকলিপি প্রদান করেন।
ইউপি সদস্য মহাবীর বর্মন জানান, মতলব উত্তর উপজেলার ষাটনল গ্রামটি মেঘনা নদীর তীরে। অনেক পূর্ব থেকেই নদীভাঙ্গন কবলিত বিধায় এখানকার অনেক লোকজনের জমিজমা নাই এবং শিক্ষার হারও কম। তাই এখানকার শতকরা ৬বাগ লোক মৎস্যজীবি। নদীতে মাছ শিকার করে জবিকা নির্বাহ করাই তাদের প্রধান পেশা। বর্তমানে জেলেদের নতুন করে নিবন্ধন করার সুযোগ আসলে ২৬৬জন জেলের নামে ফর্ম পুরণ করা হয়। জাতীয় পরিচয়পত্র না থাকায় এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মৎস্যজীবি ফর্ম পূরণ থেকে বঞ্চিত হয়। গত ৩০জুন ষাটনল ইউনিয়ন পরিষদে নোটিশ বোর্ডে প্রকাশিত নতুন মৎস্যজীবি তালিকাপ্রকাশ করা হয়। উক্ত তালিকায় দেখা যায়, ষাটনল ২নং ওয়ার্ডে প্রায় অনেক জেলেদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
ইউপি সদস্য আঃ হান্নান সরকার জানান, আমার ওয়ার্ডের প্রায় অর্ধেক লোক মৎস্যজীবি, মাত্র ৯৪জনের নাম তালিকাভুক্ত করা হয়। অনেক জেলেকে তালিকাভুক্ত করা হয়নি।
এদিকে এ বিষয়ে উপজেলা মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা বলেন, জেলেদের খসড়া তালিকা ইউনিয়ন পরিষদের নোটিম বোর্ডে প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে জেলেদের নাম সংগ্রহ করেছে। তার সরেজমিন পরিদর্শন করে যাচাই-বাছাই করা হয়েছে। তার পরও যদি প্রকৃত জেলেদের নাম বাদ পড়লে শুনানীর পর তাদের নাম অন্তভুক্ত করা হবে। আগামী ১৪জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুনানী অনুষ্ঠিত হবে। এর পূর্বে আবেদন করতে হবে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।