বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া দে অপহরণ মামলার ২ আসামীকে আটক করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ। আটককৃতরা হলো হাসিনা বেগম (৩৮) স্বামী শামছুল হক কাজী ও নিয়মিত আসামী জাহাঙ্গীর।
গত ৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় স্কুল ছাত্রী রিয়া দে শিলন্দিয়ার নিজ বাড়ি থেকে বের হয়ে মঠখোলা এলাকায় বিদ্যালয়ে যেতে গাড়ির জন্যে অপেক্ষা করছিলো। এ সময় অপহরণকারীরা আচমকা জাপটে ধরে সিএনজি স্কুটারে তুলে কুমিল্লায় নিয়ে যায়। খবর পেয়ে রিয়া দের মা শিল্পী রাণী তার স্বামী পিন্টু চন্দ্র দে কে খবর দেয়। আত্মীয়-স্বজনদের নিয়ে রিয়ার বাবা, মা, বহু খোঁজাখুজি করেন। পরে শিল্পী রাণী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন আইনে ৮ জনকে আসামী করে এবং ৩ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন বলেন, মামলার আসামী ২ জনকে আটক করা হয়েছে। তারা এখনো মুখ খুলছে না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্কুল ছাত্রী রিয়ার মা মামলার বাদী শিল্পী রাণী বলেন, মামলার আসামী যে দু’জনকে আটক করা হয়েছে, তারা জানে আমার মেয়ে রিয়া কোথায় আছে।