স্টাফ রিপোর্টার:
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট মতলব রোডে জিন্টু সুপার মার্কেটে ফের অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৩ পুরুষ ও ৩ নারীসহ ৬ জনকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় ওই সুপার মার্কেটের ৪র্থ তলা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন : কচুয়া উপজেলার কোয়া গ্রামের মান্নান বেপারী বাড়ির ছিদ্দিকুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৮), হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জাকির হোসেন ফরাজির স্ত্রী লাভলী আক্তার (২২), মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামের প্রধানীয়া বাড়ির মোঃ মনজু প্রধানীয়ার মেয়ে মনছুরা বেগম (৩০), হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মফিজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন মজুমদার (৩০), একই এলাকার ফজল আলী হাজী বাড়ির মুসলিম খানের ছেলে মোঃ মানিক খান (২৪) এবং স্বর্ণা গ্রামের ফরাজি বাড়ির আঃ লতিফ ফরাজির ছেলে মোঃ জাকির হোসেন ফরাজি (৪৪)।
চাঁদপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসানুজ্জমান ও সঙ্গীয় ফোর্সসহ বাবুরহাট জিন্টু মাল সুপার মার্কেটের ৪ তলা ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁদপুর গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার জানান, তারা দীর্ঘদিন ধরে উল্লেখিত বাসা ভাড়া নিয়ে এ ধরনের অনৈতিক কাজ করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় এর আগেও জিন্টু সুপার মার্কেট থেকে পুলিশ অভিযান চালিয়ে কয়েকবার পতিতা ও খদ্দেরসহ আটক করে। এ ধরনের ঘটনা বার বার ঘটাতে মার্কেট মালিকের জড়িত থাকার বিষয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে।