চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারটিতে জনসমাগম
কোনোভাবেই কমছে না। এই বাজারসহ কয়েকটি বাজারের জনসমাগম রোধে সরকার বাজারের
অভ্যন্তরে থেকে মাছ ও কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেওয়া সহ বিভিন্ন
কার্যক্রম গ্রহণ করেন। তারপরেও যেন কোনোভাবেই কমছে না বাবুরহাট বাজারের
জনসমাগম। গত কয়েকদিন যাবৎ বাজারের কাপড় গলিতে সব কয়েকটি দোকানে ছিল উপচেপড়া
ভিড়। তাছাড়া ওই সড়কটিতে জনসমাগমও ছিল প্রচুর। বিষয়টি কয়েকজন সামাজিক
যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল রোববারও চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে ছিল উপচেপড়া ভিড়। এ
বিষয়ে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী
বাজার পরিদর্শন করেন ও লকডাউন চলাকালীন সময় ঔষধ, খাদ্য ও জরুরি সেবা ব্যতীত
সকল দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন এবং ব্যবসায়ীদের
সতর্ক করেন। এছাড়াও তিনি সকলকে সমাজিক দূরত্ব বজায় রেখে জরুরি প্রয়োজন শেষে
বাড়িতে যেতে অনুরোধ করেন এবং অযথা বাজারে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এ সময়
আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
উল্লেখ্য, বর্তমানে সারাবিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে
জনসমাগম রোধ করার জন্য সরকার লকডাউনসহ নানা কর্মসূিচ গ্রহণ করেছে। চাঁদপুর
জেলাজুড়ে লকডাউন চলাকালে চাঁদপুর পৌরসভার কয়েকটি বাজারে কোনোভাবেই
নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি। বাবুরহাট বাজারটিও এর
বাইরে নয়। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছে।