চাঁদপুর সদরের বালিয়া থেকে ১শ’ ৩ পিচ ইয়াবাসহ সোহেল রাঢ়ী নামে এক যুবককে আটক করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর চাঁদপুর কার্যালয়ের অভিযানে তাকে আটক করা হয়। আটক সোহেল দক্ষিণ বালিয়া রাঢ়ী বাড়ির ইউনুছ রাঢ়ীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে সোহেল রাঢ়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। সোহেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযান পরিচালনায় সহকারী উপ-পরিদর্শকসহ অন্যরা অংশ নেন।