শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকার ছৈয়াল বাড়ী রোডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-বাবা নিবাসের মালিক মোঃ শামছুদ্দিন আহমেদ বুলবুল (৪৫) কে পিটিয়ে জখমের ঘটনায় ভাড়াটিয়া মহিলা সহ ২জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃত হাকিম প্লাজা মার্কেটের সেল বাজার ১ ও ২ এর মালিক শফিকুর রহমানের ছেলে মহন ও তার বড় বোন মনির হোসেনের স্ত্রী শিল্পী বেগমকে পুলিশ আদালতে প্রেরন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। জানা যায়,
শহরের নাজির পাড়া এলাকার ছৈয়াল বাড়ী রোডে তার মা-বাবা নিবাস নামে ৪ তলা একটি ভবনে গত বুধবার দুপুরে বাড়ির রং করার জন্য রং মিস্ত্রীরা কাজ করছিলো। কাজ করার সময় পাশে প্রবাসী আবুল খায়েরের ৫ তলা জননী ভিলা ভবনের ভাড়াটিয়া শিল্পী বেগমের ঘরে পানি চলে যায়। এতে শিল্পী বেগম ক্ষীপ্ত হয়ে গালমন্দ করে শামছুদ্দিনকে বাসায় ডেকে আনে। এসময় আগে থেকে উৎপেতে থাকা মনির হোসেনের স্ত্রী শিল্পী বেগম ও তার ভাই শফিকুর রহমানের ছেলে স্কাইনেটের মোবাইল দোকান মালিক সুমনের ছোট ভাই মহন (৩০) তার ভাই রাজন (২৫) ও তার মামা মিজান সহ ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র সহ অর্তকিত ভাবে হামলা চালায়। এসময় ঘটনা জানতে পেরে এলাকার মুরব্বী রাজনীতিবীদ শফিউদ্দিন আহমেদ এসে ঘটনাটি পরে বসে সমোঝতা করবে বলে মিমাংসা করে দেয়। এর কিছুক্ষন পর আবার বিভিন্ন এলাকার বখাটে সন্ত্রাসীদের এনে পুনরায় তার উপর হামলা চালায়। এতে সে মারত্মক ভাবে আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী মহন বাধা প্রদান করলে মডেল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা পুরানবাজার ফাড়ির ইনচার্জ রাত ২ টায় মহন ও তার বোনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটি দালাল চক্র চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।