রফিকুল ইসলাম বাবু ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপি এখন কুজোর দলে পরিণত হয়েছে। তারা অন্যের উপর ভর করে পরগাছা হয়ে উড়তে চায়। বাংলাদেশের জনগন বিএনপি-জাময়াতের চূড়ান্ত রাজনৈতিক শিক্ষা দিবে আগামী ডিসেম্বর মাসে। রোববার বিকেলে শহরের বিকল্প লঞ্চঘাটে ‘চাঁদপুর নদীবন্দর টার্মিনাল ভবন ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণ’ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপিসহ যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, সেই ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করেছেন। কিন্তু বিএনপি-জামাত কখনো বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করেননি। বিআডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।