শওকতআলী ॥
শিল্পমন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমরা মুক্তিযুদ্ধ ও ইতিহাসের কথা বলতে পারি। বিজয়ের কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কখনও পাকিস্তানকে বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু মানুষ ও দেশের কথা বলতেন বলেই তার কথায় সাড়া দিয়ে বাঙ্গালীরা জাপিয়ে পড়েছিলেন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত সারে ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২০তম দিনে বাংলাদেশের পটভূমি শীর্ষক আলোচনা সভায় ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল এ দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে মূছে দেওয়া। শেখ হাসিনা ব্যক্তি হিসাবে কারো শত্রু নয়। রাজাকার আলবদরদের শত্রু। তাই তাকেও বারবার হত্যা চেষ্টা করা হয়। আজকে ১৬ কোটি মানুষের মুখে অন্য জোগাচ্ছেন শেখ হাসিনা। এটা ছিল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন। শেখ হাসিনা বেঁেচ আছেন বলেই আজ আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হচ্ছি।
বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।