বিজয় দিবস উপলক্ষে
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিনামূল্যে হোমিও চিকিৎসা প্রদান করবে
স্টাফ রিপোর্টার ॥ বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বার দিন ব্যাপী জেলাার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা প্রদান করা হবে।
দিন ব্যাপী এ চিকিৎসা সেবা ১০টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করবেন এ কলেজের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী ,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎকগন এ সেবা প্রদান করবেন। বুদ্ধিজীবি হত্যা ও বিজয় দিবসের দিনে বিগত বছরের ন্যায় চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ হোমিও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সকল রোগীদের মধ্যে বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন ।