বিনোদন ডেস্ক: ঈদের পরদিন বিটিভিতে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ।প্রতিবারের মত হানিফ সংকেত ইত্যাদির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন ।এবার ইত্যাদি আয়োজন করা হয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়াম ।
ঈদের ইত্যাদির সময়টা বর্ষা মৌসুম ।তাই খোলা আকাশের নিচে শুটিং করতে ঝামেলা । বৃষ্টি আর দর্শকদের কথা বিবেচনা করে মিরপুর ইনডোর স্টেডিয়াম পছন্দ করা হয়েছে ।
‘ইত্যাদি’তে বিভিন্ন ধরনের বৈচিত্র্য যুক্ত হয়েছে ।ইত্যাদি এখন দর্শকের ঈদের আনন্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। আনন্দের পাশাপাশি এবারও সামাজিক বক্তব্য থাকছে অনুষ্ঠানটির প্রতিটি বিভাগে।
‘ইত্যাদি’তে এবার অনেক তারকার মেলা দেখা যাবে ।
অনেক তারকাই আসছেন অন্যান্য বারের মতো। রুনা লায়লা, রবি চৌধুরী,অপূর্ব,নোবেল, শিমুলসহ , নিরব, ইমন, মিশা সওদাগর, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, মাহফুজ আহমেদ, বিপ্লব, আগুন, অপূর্ব, নিরব, ইমন, মিশা সওদাগর, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, মাহফুজ আহমেদ, জাহিদ হাসান, মোনালিসা, মম, মুনমুন, মীম, সারিকা, তারিন, নোবেল, শিমুলসহ আরও অনেকে।
চাঁদপুর নিউজ সংবাদ