প্রতিনিধি
গতকাল সোমবার রাতে হাজীগঞ্জের ধেররা ও খাটরা বিলওয়াইতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করেছে এলাকাবাসী। কেটে দেয়া মূল লাইন পুনঃসংযোগ ও সুষম বিদ্যুৎ বণ্টনের দাবিতে এই অবরোধ করা হয় বলে জানায় এলাকাবাসী। পরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম ঘটনাস্থলে পৌঁছে দাবি মেনে দেয়ার আশ্বাস দিলে রাত আনুমানিক ১০টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
অবরোধে অংশগ্রহণকারী বেশ ক�জন এলাকাবাসী জানায়, এ এলাকাগুলো হাজীগঞ্জ পৌরসভাধীন ২ ও ৩ নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত। অথচ দিনে-রাতে ১৮-২০ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায় না। আজ (গতকাল সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিদ্যুৎ পাইনি। এছাড়া এতোদিন এই অঞ্চলের বিদ্যুতের সংযোগ ছিলো হাজীগঞ্জ বাজারের সাথে। গত ক�দিন ধরে লাইনটি কেটে বলাখালের সাথে দেয়ায় এই সমস্যায় পড়তে হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের লাইনটি মূল লাইনের সাথে সংযোগ দেয়া হোক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম রাতে চাঁদপুর নিউজকে মুঠোফোনে জানান, বিদ্যুতের দায়িত্বশীলদের সাথে কথা বলা হয়েছে। তাদের কথার প্রেক্ষিতে সারাদিন ঐ এলাকায় বিদ্যুৎ দেয়া হবে ও বর্তমান লাইনটি বলাখাল থেকে কেটে হাজীগঞ্জ বাজারের সাথে নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয় ও রাত আনুমানিক ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।