মো. শিমুল হাছান:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ এম এ হান্নান এ প্রতিনিধিকে বলেছেন, ‘বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রধান করায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি-সহ আমার প্রাণপ্রিয় ফরিদগঞ্জের সকল জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের অকুন্ঠ সমর্থন ও দোয়ায় দল আমাকে মনোয়ন দিয়েছে। আমি সমগ্র ফরিদগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি, দলমত নির্বিশেষ সকল ভেদাবেদ ভুলে গিয়ে একত্রিক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা ও আমার ভাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে সকলে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে ঝাপিয়ে পড়–ন।’
উল্লেখ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ এম এ হান্নান। মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রটি গ্রহণ করেন তিনি। এম এ হান্নান ইতোমধ্যে সহকারী রিটানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং আগামীকাল বুধবার মনোনয়ন জমা দিবেন বলে জানা গেছে। এদিকে মনোনয়ন পাওয়ার ঘোষনা আসার পর ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।