বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। প্রতিবছরের মত কনের সম্মতি ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গনবিয়ের আয়োজন । শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী তাই তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বয়ান মঞ্চের পাশেই আজ শনিবার বাদ আছর যৌতুকবিহীন বিয়ে হবে। ইতোমধ্যে শতাধিক হবু দম্পতি তাদের নাম তালিকাভুক্ত করে ইজতেমা প্রাঙ্গনে অপেক্ষা করছেন বলে জানা গেছে।
এ উপলক্ষে শনিবার ফজরের নামাজের পর থেকেই বরকনের তালিকা প্রস্তুতির কাজ শুরু হয়। ভারতের মুরুব্বি মাওলানা মো. ইউসুফ আলী বর-কনেদের বিয়ে সম্পাদন করবেন।
নিয়ম মোতাবেক প্রথমে অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। এরপর বিয়ে পড়ানো সম্পন্ন হবে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে।
আগের নিয়ম অনুযায়ী বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমান ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা উহার সমমূল্য অর্থ।
এদিকে শনিবার ইজতেমার দ্বিতীয় দিনেও দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন।সকাল থেকেই টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিদের ভিড়। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। কাল হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।
এর আগে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় তিন হাজার বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে দুই বর্গ কিলোমিটার আয়তনের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন।
দুই ভাগে বিভক্ত এবারের ইজতেমার প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।