নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার কুমাডুগি খন্দকার বাড়ী সংলগ্ন গাজী বাড়ীতে বিয়ের ১ মাস ১৪ দিনের মাথায় সন্তান প্রসব করলো নববিবাহিতা । চাঞ্চল্যকর এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহল সৃষ্টি হলে গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত উৎসুক জনতা গাজী বাড়ীতে বীড় জমায় । সর জমিনে গিয়ে জানাযায় ,গত ১ মাস ১৪ দিন পূর্বে চাঁদপুর সদর উপজেলার কুমাডুগি খন্দকার বাড়ী সংলগ্ন গাজী বাড়ীর দিন মজুর মনির গাজির ছেলে পারভেজ (১৫) এর সাথে পারিবারিক ভাবে হাজিগঞ্জ ওলিপুরের মুকবুল সর্দারের মেয়ে হাছিনা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের সময় সমিতি থেকে উঠানো কিস্তির টাকা পরিশাধের জন্য মেয়ের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক নেয় । ছেলে পারভেজের মাত্র ১৫ বছর বলে এ বিয়ে বিষয়ে এলাকাবাসি অনেকেই পারভেজের বাবা মনির গাজিকে বাঁধা দেয় । কিন্তু টাকার লোভ সামলাতে না পেরে এলাকাবাসির কথা উপেক্ষা করে তিনি ছেলেকে বিয়ে করান। বিয়ের সময় মেয়ের শারিরিক গঠন বাড়ন্ত মনে হলে শরিরে অতিরিক্ত চর্বি জমেছে বলে হাস্যরস মূলক ভাবে সকলে এড়িয়ে যায়। মাঝে মধ্যে প্রসব ব্যাথা উঠলে হাসিনা তলপেটের ব্যাথা বলে স্বামি শশুর শাশুড়ীকে এড়িয়ে যেত। কিšুÍ গত রবিবার গভির রাতে হাসিনা বেগমের প্রসব যন্ত্রনা শুরু হলে স্বামি ও শাশুড়ীর অজান্তে ঘর থেকে বেড়িয়ে পুকুর ঘাটে চলে যায় । ।সেখানে প্রসব ব্যাথা সহ্য করে সন্তান প্রসব হয় কিন্তু নব জাতক ভুমিষ্ট হয়েই চিৎকার শুরু করে । শিশুর চিৎকারে আস পাশের লোকজন এগিয়ে আসলে শিশুটির মা শিশুটিকে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু লোকজনের উপস্থিতিতে সে চেষ্টা ব্যার্থ হয়। রহস্যজনক এ বিষয়ে হাসিনা বেগম জানায় গত প্রায় ৯ মাস পূর্বে তাদের গ্রামের ঢালি বাড়ির ফারুক ঢালির ছেলে দেলোয়ার ঢালি তাকে জোর পূর্বক ধর্ষন করেছিল। দেলোয়ার ঢাকায় জুতার ব্যাবসা করে বলে সে জানায়। কিন্তু বাবা মায়ের মান সন্মানের দিকে তাকিয়ে সে বিষয়টি কাউৃকে জানায়নি । কিন্তু সে লম্পট দেলোয়ারের পাপের ফল বর্তমানে উভয় পরিবারে কলঙ্কের ছাঁপ বইয়ে দিয়েছে। এ বিষয়ে স্বামি পারভেজ জানায়, সে একজন রিক্সা চালক । তার স্ত্রীর কাছে শারিরিক ঘটন সম্পর্কে সে জানতে চাইলে তার স্ত্রী নানান অজুহাতে তা এড়িয়ে যেত। মেয়ের বাবা বিষয়টি জানতে পেরে লম্পট দেলোয়ারকে খুজতে তাদের বাড়িতে যায় বলে যানা যায়। এদিকে হাছিনা বেগম নবজাতককে পাশে নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নার কারনে বার বার মূর্ছা যাচ্ছে। সে নিজেও ভেবে পাচ্ছেনা ভবিষ্যতে তার ও এবং নিষ্পাপ নবজাতকটির কি হবে।
শিরোনাম:
আরও সংবাদ
ফেইক নিউজ! পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
অনলাইন চাঁদপুর নিউজ যা www.chandpurnews.com এবং facebook.com/onlinechandpurnews এই দুটি লিংক হতে প্রচারিত হয়। যেখানে ফেসবুক এ... বিস্তারিত
শ্রমজীবীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করলেন চেয়ারম্যান…
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বাবুরহাটের মতলব রোড ও চাঁদপুর... বিস্তারিত
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
টাকার সঙ্কটে ভর্তুকির দায় শোধ হচ্ছে বন্ডে
অর্থ সঙ্কটের কারণে সরকার বিদ্যুৎ ও সারের ভর্তুকির দায় পরিশোধ করতে পারছে না। এ দায় পরিশোধে... বিস্তারিত
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।