
শাহরিয়ার খান কৌশিক
শহরের অন্যতম ভ্রমনস্থান বড়ষ্টেশান মোলহেডে স্বরিলিপি নাট্য দলের বাল্য বিয়ের কুফল নিয়ে জসিম মেহেদীর লেখা পথ নাটক পরিত্রান, দেশাত্ববোধক সঙ্গিতানুষ্ঠান ও দলের প্রায় অর্ধশতাধিক সদস্যদের নিয়ে মেঘনায় নৌ-ভ্রমনের মধ্যে দিয়ে পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৩ টা থেকে এ পুনর্মিলনি অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পর্বে প্রথমে স্বরলিপির নিজস্ব শিল্পিদের ব্যাবস্থাপনায় ৩ টায় শুরু হয় দেশাত্ববোধক গান, এরপর আলোচনা পর্ব, পথনাটক, পুরষ্কার বিতরন ও সবশেষে নৌভ্রমনের আয়োজন করা হয়। অত্যান্ত আনন্দঘন পরিবেশে স্বরলিপি নাট্য দলের প্রায় অর্ধশতাধিক নাট্য কর্মী পুনর্মিলণী অনুষ্ঠানকে সফল করে তোলে। আলোচনা পর্বে বক্তব্য রাখেন স্বরলিপি নাট্য দলের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আশিষ কুমার সোম, প্রদিপ পোদ্দার, ফয়সাল হোসেন, স্বরলিপি নাট্য দলের উপদেষ্টা বিরেন সাহা, এমটি ইসলাম তাফু, জসিম মেহেদী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো প্রীতি মিডিয়া এন্ড কম্পিউটার ট্রেনিং স্কুল ও প্রীতি শিশু একাডেমী চাঁদপুর। স্বরলিপি নাট্য দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় দিনব্যাপি অনুষ্ঠান কার্যক্রম সম্পাদনায় ছিলেন কার্য নির্বাহী কমিটির সদস্য আশিষ কুমার সোম, উপদেষ্টা বিরেণ সাহা, জসিম মেহেদী, সংগঠনের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, নাট্য বিষয়ক সম্পাদক এম.টি ইসলাম,যুগ্ন সম্পাদক মেহেদী হাসান জীবন, আমানউল্লাহ খান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন ইয়াছিন, লুবনা,নাহিদ সুলতানা, রাজু, আহসান হাবীব জুয়েল, সুমি,ফেরদৌসি,সুমাইয়া, স্মৃতী, উপমা, সামি ইয়াছির। সব শেষে মেঘনায় সকলকে নিয়ে নৌ ভ্রমন করা হয়।
