স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তিতে রবি জয়ন্তী উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রমান।
উদ্বোধনী খেলায় নাইন এমএম বনাম চাঁদপুর এসএসসি ০৫ ফাইটার্স ক্লাবের সাথে অনুষ্ঠিত হয়।
রুবি জয়ন্তী উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব ব্যাপারী, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল।
ক্রিকেট টুর্নামেন্টের মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় নাইন এমএম প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৯ রান করে অলআউট হয়ে যায়। পরে চাঁদপুর এসএসসি ০৫ ফাইটার্স ক্লাব ১৬ ওভার চলাকালীন সময় ১৮০ রান করে জয় লাভ করে।
চাঁদপুরনিউজ/এমএমএ/