আহসান হাবিব পাটওয়ারীঃ
ভারতে উগ্রবাদী হিন্দু কতৃর্ক মুসলিমদের উপর অতর্কিত হামলা ও মসজিদে আগুন দেওয়ার ঘটনায় ওলামা মাশায়েখ পরিষদ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাখা আয়োজিত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় পরিষদের সেক্রেটারি মাওঃ মাহফুজুর রহমান (বুলবুলি) এর পরিচালনায় বিকাল ৩ ঘটিকায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা মকবুল হোসাইন। উপস্থিত ছিলেন পরিষদের উপজেলা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ খলিলুর রহমান, হাফেজ শাহজালাল, ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম (শামীম), মাওঃ মাইনুদ্দিন, মাওঃ আব্দুল ওয়াদুদ খান, হাফেজ শেখ ফরিদ, মাওঃ আমান উল্যাহ, মাওঃ জাকির হোসেন, মাওঃ ইমাম হোসাইন, মাওঃ আজগর হোসাইন, মাওঃ আল আমিন। এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কলেজ, মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতা।