ভালবাসা মানে
আয়েশা শাহনাজ
ভালবাসা মানে —
কুয়াশায় মোড়ানো শীতের
নরম রোদের স্পর্শে তোমার
ছোঁয়ার অনুভূতির বার্তা।
আর দুর্বাঘাসের ডগায় টলমলে
শিশিরবিন্দুতে তোমার ছায়া দেখা।
ভালবাসা মানে —
চৈত্রের কাঠফাটা রোদ্দুরে
তোমার একটু হাসিতে
প্রশান্তির সরোবরে পানককৌড়ি
হয়ে স্বপ্নের ডুবসাঁতার কাঁটা।
ভালবাসা মানে —
ঘুম ভাঙা ভরা জোৎস্নার
মধ্য রজনীতে স্বপ্নের করিডোর
ধরে হেঁটে যাওয়া ক্লান্তিহীন
একঘেয়ে জীবনের অবসাদ
পেছনে ফেলে।
ভালবাসা মানে —
আমার এই ছোট্ট রাজ্যের
একমাত্র রাজত্ব তোমার
হাতে সমারর্পনের সাথে সাথে
তোমার হৃদয়ের সবুজ উদ্যানে
অগণিত অপরাজিতার চাষ।।
ভালবাসা মানে —
দৃষ্টিপথ হতে দূরে যেয়েও
আঁখিপাতায় তোমার বসবাস,
হৃদয়ের স্পন্দনে ধ্বনিত
তোমার নাম।।
ভালবাসা মানে —
আমার কাছে তুমি
শুধুই তুমি….
আর স্বপ্নালু এক নতুন
বৃন্দাবন।।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।