প্রতিনিধি
চাঁদপুরের মেঘনায় দুর্বৃত্তদের হামলায় শিশু-নারীসহ ২০ জন আহত এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মেঘনা নদীর পশ্চিমে বাঁশগাড়ির চরে নারী, পুরুষ ও শিশুরা তাদের বাবা-মার সাথে ঘুরে বেড়াতে যায়। এর মাঝে অনেকে শুক্রবার সরকারি বন্ধের দিন পেয়ে তাদের স্ত্রী-সন্তানসহ ঘুরে বেড়াতে যায়। চরে ভ্রমণ শেষে তারা চাঁদপুরে আসার সময় একদল দুর্বৃত্ত সন্ধ্যার দিকে তাদের নৌকার নিকট এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌকায় উঠে। এ সময় তারা নারী-পুরুষের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং অস্ত্র দিয়ে আঘাত করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
হামলায় আহতদের মধ্যে হাবিবুর, জোবায়ের, নোমান, শিমু ও পান্না চাঁদপুর আড়াইশ� শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। বাকীরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে চলে যায়। হাজীগঞ্জের বলাখালের পান্না আক্তার জানান, তিন বোন ও সন্তানসহ মেঘনার চরে ঘুরে বেড়াতে যাই। সেখান থেকে চাঁদপুরে আসার সময় একদল ডাকাত হামলা চালিয়ে আমাদের থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।