মতলব দক্ষিণ :চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদামদী গ্রামের খাল থেকে সোমবার সকালে নিখোজের পাঁচ দিন পর ভাড়ায় মোটর সাইকেল চালক নুরুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুরুল ইসলাম (২০) মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি গ্রামের বিলাল বেপারীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ভাড়ায় মোটর সাইকেল চালাত। গত ১২ ডিসেম্বর বুধবার রাতে কাজ শেষে তিনি বাড়ী না ফেরায় তার পরিবার অনেক খোঁজাখুজি করেছে। সোমবার সকালে উদামদী খালে জনৈক এক মহিলা তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার এসআই শাহআলম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। নুরুল ইসলামের পরিবার তাঁর লাশটি সনাক্ত করেছে। তবে তার পরিবার ধারণা করছে, তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে যাওয়ার জন্যই নুরুল ইসলামকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেছে।
ইতিমধ্যে মতলব উত্তর থানা এলাকা থেকে এ ধরনের মোটর সাইকেল চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা কয়েকটি ঘটেছে।