মডেল অভিনেত্রী আনিকা কবির শখ গোপনে প্রেম করছেন পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে। সম্প্রতি তাদের রাজধানীর একটু দূরে আফতাব নগরে নির্জন পরিবেশে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে। এমন কী জনসমুক্ষে এই অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন তিনি।
এটা শখের বাস্তব কোনো ঘটনা নয়। একুশে টিভিতে প্রচার চলতি ‘কথা কাজে মিল নাই’ ধারাবাহিক নাটকের কাহিনী।
এখানে শখ শহর থেকে গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন। তার বড় বোন ভালোবাসে ময়মনসিংহের ছেলে তোতাকে। কিন্তু শখ ওটা মেনে নিতে পারেন না। অবশেষে শখও তোতাকে ভালোবাসে।
তোতা খুব সহজ সরল দেখে, যার উচ্চারণে প্রচুর আঞ্চলিক টান। সেইগুলো সংশোধন করছেন শখ নিজেই। তোতার চরিত্রে অভিনয় করছেন নাটকটির পরিচালক হাসান জাহাঙ্গীর নিজেই।
অভিনয় প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, “আমার বিপরীতে শখ অভিনয় করছে। তার সাথে একটি গানের দৃশ্য আছে। সেখানে আমি ও শখ নাচানাচি করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
নাটকটিতে আরও অভিনয় করছেন ঈষানা, জ্যোতিকা জ্যোতি, জয়, সিদ্দিক, একাসহ অনেকে।