মিজান লিটন
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পশ্চিম আশ্বিনপুর গ্রামের সরকার বাড়ির মৃত ফখরুল ইসলাম সরকারের ছেলে মোঃ ইউসুফ সরকার (৩৬) গত ২৮ আগস্ট দিবাগত রাতের কোনো একসময় বসতঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঐদিন রাতে ইউসুফ রাতের খাবার খেয়ে তাদের একটি দোচালা ঘরে একা দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকাল প্রায় ৮টার দিকে ইউসুফ ঘুম থেকে না উঠায় এবং কোনো সাড়া শব্দ না পাওয়ায় তার মা আঞ্জুমা বেগম ইউসুফকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একই বাড়ির সাত বছরের শিশু নাঈমকে দিয়ে ঘরের দক্ষিণ পাশের পাটখড়ির বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে দরজা খুললে ইউসুফকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে শিশুটি চিৎকার দিয়ে উঠে এবং সাথে সাথে তার মা আঞ্জুমা বেগমও দেখে চিৎকার দিয়ে উঠেন। তখন বাড়ি ও আশপাশের লোকজন এসে ইউসুফকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দিলে এসআই মোঃ নুরুনবী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এসআই নুরুনবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। পারিবরিক সূত্রে জানা যায়, ইউসুফ ৩ ভাই ২ বোনের মধ্যে দ্বিতীয়। তার সাথে পরিবারের সবার সম্পর্ক ভালো ছিলো। সে দীর্ঘ দিন সৌদি থেকে ৩ বছর পূর্বে দেশে ফিরে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মোঃ হারুন মোল্লার মেয়ে লিপি আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ঘটনার সময় স্ত্রী লিপি আক্তার তার বাপের বাড়ি ফরিদপুরে ছিলেন বলে ইউসুফের মা আঞ্জুমা বেগম জানান।