প্রতিনিধি
মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রামে নববধু নমিতা (১৯) নিজ শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে, গত ২৮ জুন সকালে নিজ বসত ঘরে। নমিতার ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে এসে বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। অগ্নিকান্ডে নমিতার পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিক নমিতার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করে। জানা যায়, লামচরী গ্রামের পরেশ সরকারের পুত্র সমীরণ গত ১ মাস পূর্বে নমিতা রানীকে বিবাহ করে। নমিতা রানীর পিতার বাড়ী কুমিল্লা জেলার বরুরা গ্রামে। পরেশ পেশায় একজন কাঠমিস্ত্রি। পরেশ জানায়, গত ১মাস পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। নমিতা এসএসসি পাস। স্বামী সমীরন একজন কাঠ মিস্ত্রি। স্থানীয় লোকজন জানায়, নমিতার নিজ ইচ্ছায় পরেশের সাথে বিবাহ হয়নি বলে উভয়ের মধ্যে মতবিরোধ থাকতে পারে। আর এ ঘটনাকে কেন্দ্র করেই নমিতা মনের ক্ষোভে নিজ শরীরে কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ করে।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।