মতলব প্রতিনিধি ঃ মতলব দক্ষিণ উপজেলার সদর মতলব বাজারে মঙ্গলবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালনো হয়েছে ।অভিযানে বিভিন্ন ফলের দোকানে ফরমালিন যুক্ত ফল, মাছ, মাংসের দোকানে পচা ও পচা মাংস, অপরিচ্ছন্ন, মুদি দোকানে ওজনে কম দেওয়া, ভেজাল সেমাই এবং পচা মাছ বিক্রির অভিযোগে ১৪টি দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ। এ সময় তার সাথে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ পুলিশের ফোর্স। পচা মাছ, মাংস, ফল, সেমাই ইত্যাদি মতলব ফেরিঘাট সংলগ্ন ধনাগোদা নদীতে নষ্ট করে ফেলে দেয়া হয় ।
চাঁদপুর নিউজ সংবাদ