মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল গ্রামের রেনু বেগম (৫৫) নামে এক নারী অটোরিঙ্ার মোটরের সাথে তার ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে কালীপুর বাজারে নিজের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান রেনু বেগম। বাজার থেকে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধের উপর দিয়ে ফেরার পথে অটোরিঙ্ার মোটরের সাথে তার ওড়না পেঁচিয়ে পূর্ব ষাটনল গ্রামের আবুল কাশেমের স্ত্রী রেনু বেগম ঘটনাস্থল লালপুর নামক স্থানে মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে নিহতের দাফন হয়।