মতলব প্রতিনিধি ==
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ডুবগী গ্রামে প্রতিপক্ষের ছোঁড়া এসিডে গৃহবধূ কুরকুল বেগম (৪০)-এর শরীর ঝলসে গেছে। কুরকুল বেগম জানিয়েছেন, শনিবার রাতে তিনি নিজ বসতঘরে শুয়ে থাকা অবস্থায় একই গ্রামের প্রতিবেশী মৃত আমছর আলী প্রধানের ছেলে ইয়াছিন (৩৫), মৃত আহম্মদ আলী প্রধানের ছেলে হাবিবুলস্নাহ (৫৫) ও মৃত আঃ খালেকের ছেলে শাহজাহান (৪০) জানাল দিয়ে তাকে লৰ্য করে এসিড নিক্ষেপ করে। এসিডে তার দু’ পা ও দু’ হাত ঝলসে যায়। কুরকুল বেগম উপজেলার ডুবগী গ্রামের মোঃ উজ্জল প্রধানের স্ত্রী। কুরকুল বেগম মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্মরত চিকিৎসক।
কুরকুল বেগম আরো বলেন, প্রতিবেশী ইয়াছিন, হাবিবুলস্নাহ ও শাহজাহানের সাথে বাড়ির জায়গা নিয়ে আমাদের বিরোধ রয়েছে। ইয়াছিন আমার উপর যখন এসিড নিক্ষেপ করে তখন হাবিবুলস্নাহ ও শাহজাহান তার সাথে ছিলো। এ সময় আমার স্বামী বাজারে ছিলো।
রাতেই সংবাদ পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।