মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তরে থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা মূলে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্র জানায়, বুধবার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই দুলাল হোসেন, এএসআই রাজেশ পাল, এএসআই গোলাম রসুল অভিযান চালান। অভিযানে মিস- ১৩১/২০১৪ইং, প্রসেস নং- ১০৪৮/২০, ১০৫১/২০, ১০৫২/২০ মূলে আসামী আলী হোসেন, পিতা- মৃত জুনাব আলী, চাঁন মিয়া, পিতা- মৃত জুনাব আলী, আব্দুল কাদির, পিতা- মৃত লাল মিয়া, সর্ব সাং- পূর্ব ইসলামাবাদ, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদয়কে গ্রেফতার করা হয়।
পাশাপাশি এএসআই আবদুল মমিন অভিযান চালিয়ে এসটিসি- ০৫/২০২১ইং, জিআর- ১৫৩/২০১৮, মতলব উত্তর থানার মামলা নং- ০৯, তারিখ- ১০/০৯/২০১৮ইং, ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-উ, প্রসেস নং- ২০৯৪/২০ মূলে আহাম্মদ উল্লাহ, পিতা- মৃত ওয়ালী উল্লাহ দানু মাষ্টার, সাং- সুগন্ধি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদের গ্রেফতার করেন।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা আসার পর তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/