
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে রসুলপুর যুবসমাজ কর্তৃক আয়োজিত মিনি নাইট টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ ফেব্রুয়ারী রাতে রসুলপুর হওলাদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হয়। এতে কৃষ্ণপুর একাদশ বনাম বলাইরকান্দি একাদশ অংশগ্রহন করে। খেলায় বলাইকান্দি চ্যাম্পিয়ন হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন। স্থানীয় ইউপি সদস্য মনজুর আহমেদ প্রধানের সভাপতিত্বে ও মীর মোঃ জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য ইকবাল মীর, ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহজাহান প্রধান, ইউপি সদস্য কাজী মোস্তাক, সাবেক ইউপি সদস্য দুলাল মুন্সি, খসরু সরকার, আবু মীর, ওয়াদুদ শিকদার, মোস্তফা মিয়াজী, প্রবাসী কায়েস হাওলাদার, আমিন সিকদার ও আলমগীল মাঝি প্রমুখ।
এছাড়াও রসুলপুর যুবসমাজের নেতৃবৃন্দ ও খেলা আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
