শওকত আলী,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নাওভাঙ্গা চর থেকে ২৮টি গরু লুটের ঘটনার সাথে জড়িত সন্দেহে শহীদ মাঝি (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত শহীদ মাঝি উপজেলার ঠাকুরপাড়া গ্রামের মৃত. কাশেম মাঝির ছেলে। বুধবার দুপুরে চাঁদপুর রেলওয়ে কলোনী থেকে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার পুলিশ তাকে আটক করে। ৭দিনের রিমান্ড চেয়ে গতকালই বিকেলে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। ৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার নাওভাঙা গ্রাম থেকে ২৮টি গরু লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, কোরবানির ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় ডাকাতরা এ অপৎপরতা চালাচ্ছে ।
ওই এলাকার দুজন বাসিন্দা, ক্ষতিগ্রস্থ খামারি এবং মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ১৫-২০ জন দুর্বৃত্ত নাওভাঙা গ্রামে ঢুকে মোহন প্রধান, আবদুল হালিম, মহসিন ও মানিকের বাড়িতে এসে তাদের পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বাড়ি সংলগ্ন খামার থেকে ২৮টি গরু লুট করে নিয়ে যায়। খামারি ও তাঁদের পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামের লোকেরা এগিয়ে এলে দুর্বৃত্তরা গরুসহ ট্রলারযোগে পালিয়ে যায়। মোহন প্রধান বলেন, দুর্বৃত্তরা তাঁর চারটি, আবদুল হালিমের ছয়টি, মহসিনের ছয়টি ও মানিকের ১২টি গরু লুট করে নিয়ে যায়। বাজারে লুট হওয়া গরুগুলোর আনুমানিক দাম ১৬ লাখ টাকা।