প্রতিনিধি ॥
মতলব দক্ষিন ও শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচনে কয়েকটি স্থানে চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৩০জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড শর্টগাণের ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।
শনিবার (৭ মে) সকাল ৮টা থেকে মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। এ সময় নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ছিলো অনেক বেশী। কিন্তু সকাল ৯টার পর থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও কেন্দ্রের ভিতির শুরু হয় সিলিং।
মতলব উপাদি (দ:) ইউনিয়নের বহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামাল উদ্দিন জানান, সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিলো। কিন্তু সকাল ১০টায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ভোটাররা সব চলে যায়। এ সময় নৌকা মার্কার সমর্থকরা সহকারী প্রিজাইডিং অফিসারদের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে সিলিং করে। তখন র্যাব-১১ সদস্যরা টহল সদস্যরা আসলে বহিরাগতরা কেন্দ্র ছাড়ে এবং সাময়িকভাবে ভোট গ্রহন বন্ধ থাকে।
একই ইউনিয়নের মধ্যনওগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কবির হোসেন ও নওগাঁও সপ্রাবি কেন্দ্রের প্রিজাইডিং অফিসর বোরহান উদ্দিন জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহন হলেও দুপুর ১টা থেকে মেম্বার প্রার্থীদের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ২০জন আহত হয়। এদের মেধ্য গুরুতর আহত শাহিন মাষ্টার (৩০), দুলাল (২৫), আবু তাহের (৫০) ও মাজহারুল (৩১) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতরা সবাই মেম্বার প্রার্থী ফুটবল মার্কা আবু তাহের টিটুর সমর্থক। কেন্দ্রের সাথেই তাদের বাড়ী।
মতলব দক্ষিন উপজেলার নায়েরগাও উত্তর ইউনিয়নের ঘোড়াদাড়ি, নায়েরগাও দক্ষিন ইউনিয়নের খরর্গপুর, খিদিরপুর উপাদী ইউনিয়নের কাজিয়ারতে নৌকা ও ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওযা পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নায়েরগাও দক্ষিন ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ তালুকদারসহ ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবৃদ্ধ হয়েছে রহমান নামের একজন। নায়েরগাওয়ের তুষপুর ও বারোগাও কেন্দ্রে ব্যালট ছিনতাই এর ঘটনা ঘটেছে ।
এছাড়া শাহরাস্তি উপজেলার চিতশী ইউনিয়নের আওয়ামীলীগ বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোঁড়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, নির্বাচনে পরিবশে বজায় রাখতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। দুই উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কমপক্ষে ৩৫-৪০ রাউন্ড ফাঁকা গুলি পুলিশ ব্যবহার করেছেন।
৪র্থ দফায় চাঁদপুরের শাহরাস্তিতে ৬টি ও মতলব দক্ষিণের ৪টি ইউনিয়নসহ মোট ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়। মতলব দক্ষিণ ও শাহরাস্তির ৯৩টি কেন্দ্রের মধ্যে ৭৮টি ভোট কেন্দ্রই ঝুকিপুর্ন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। দশ ইউনিয়নে মোট প্রার্থী ৪শ’ ৮১ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৬ জন আর সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য প্রার্থী হচ্ছেন ৪শ’ ৩৫ জন। ২ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৯শ ৩৫ জন।
তবেঅধিকাংশ ভোট কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৫০% ভোট পড়েছে বলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা জানান।