মাহফুজ মল্লিক:
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামে পুকুরের ঘাটলা নির্মাণ কেন্দ্র করে প্রতিপক্ষরা রাজিয়া বেগম নামে এক মহিলার কান ও মাথার চুল কেটে দিয়েছে। এছাড়া রাজিয়া বেগমের স্বামী মো. খলিল প্রধানকেও বেদম মারধর করে গুরুতর আহত করেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনেই মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে মো. খলিল প্রধান বাদী হয়ে কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ করেছে। ঘটনাটি ঘটে গত ১ জুন বিকেলে খর্গপুর প্রধানীয়া বাড়িতে।
আহত খলিল প্রধান জানান, একই বাড়ির গিয়াসউদ্দিন মেম্বার, সফিউল্যাহ, নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়েশা সিদ্দিকা, একই বাড়ির কাউছার, কায়কোবাদ, হাবিব উল্যাহ, হারিছসহ ১০/১৫ জন দুষ্কৃতকারী ঘটনার দিন তার স্ত্রীকে ঘর থেকে টেনে হেচড়ে উঠানে নিয়ে এসে তার বাম কান ও মাথার চুল কেচি দিয়ে কেটে ফেলে।
তিনি আরো জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত তাদের সাথে অন্যায়, অত্যাচার ও জোর জুলুম করে আসছে। ঘটনার দিন তাদের সীমানার মধ্যে প্রতিপক্ষরা পুকুরের ঘাটলা জোরপূর্বক নির্মাণ করতে গেলে এতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে স্কুলের শিক্ষিকা আয়েশা সিদ্দিকা মহিলার কান ও চুল কেটে দেয় এবং তার স্বামীকে বেদম মারধর করে। তাদের ডাক চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়।
এ ব্যাপারে এসআই মোরশেদুল আলম ভূঁইয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।