মিজানুর রহমান রানা
মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁওয় এলাকায় ভুয়া দলিল করে একটি অসহায় পরিবারের সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মতলব দণি উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পেয়ারীখোলা এলাকায় মৃত মো. নূরুল ইসলামের দাদী আগরজান বিবি তাকে ১৯৮৮ শালে নায়েরগাঁওয়ের ৪২১ দাগের ৮নং মৈাজার ১৬১ নং খতিয়ানভুক্ত ১৫ শতাংশ জমি লিখে দেয়। যার বর্তমান বিএস নং ১২১১ এবং খতিয়ান নং ১৪২৮। বর্তমানে মৃত মো. নুরুল ইসলামের বিধবা স্ত্রী ছেলে-সন্তান নিয়ে ওই জমিতে বসবাস করে আসছে। এদিকে গত দু’বছর পূর্বে মৃত নূরুল ইসলামের ছেলে বাড়ির পাশের ডোবাটি ভরাট করে একটি দো-চালা ঘর নির্মাণ করে সেখানে তার মা এবং বোন-ভাগনি নিয়ে বসবাস করে আসছিলো। হঠাৎ করেই দুলাল মিয়া নামের সাবেক এক ইউপি সদস্য ভুয়া দলিল দেখিয়ে উক্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন বলে সেখান থেকে তাদের চলে যাওয়ার জন্য বিভিন্নপ্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে বলে বলে জানায় অসহায় পরিবারটির সদস্যরা। তারা আরও জানায়, দুলাল মিয়া তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার মামলা করার ভয় দেখাচ্ছে। এ বিষয়ে স্থানীয় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শিউলি বেগম জানান, আমার জানামতে এই সম্পত্তির মালিক মৃত মো. নূরুল ইসলামের বিধবা স্ত্রী ছেলে-সন্তান। তারা দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে আসছে। গত দু’বছর পূর্বে তারা বাড়ির পাশের ডোবাটি ভরাট করে একটি দো-চালা টিনের ঘর নির্মাণ করে বসবাস করতে শুরু করে। অথচ সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া এ সম্পত্তি ক্রয় করেছেন বলে জানান। বর্তমানে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।