
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড থেকে ইয়াবা ও বিয়ারের খালি বোতলসহ সুলতানা পারুল (৪৫) নামে এক মাদক সম্রজ্ঞীকে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ সোমবার আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
জানা যায়, মাদক সুলতানা পারুল দীর্ঘদিন যাবৎ চাঁদপুরে বিভিন্ন এলাকায় আবাসিক বাসা ভাড়া নিয়ে ইয়াবা, ফেনসিডিল, বিয়ারসহ বিভিন্ন মাদক গোপনে বিক্রি করে আসছিলো।
এছাড়া তার বাসায় ভাসমান পতিতাদের রেখে অনৈতিক কার্যকলাপ চালাতো। মাদকসেবীরা প্রতিদিন তার বাসায় অবস্থান করে মরণ নেশা ইয়াবা সেবন করে পতিতাদের সাথে অসামাজিক কার্যকলাপ করতো।
বাকিলা দেবপুরের রুবেল খান দীর্ঘ কয়েক বছর পূর্বে তার বাড়ির ভাড়াটিয়া সুলতানা পারুলকে বিয়ে করে চাঁদপুরে এসে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তার স্ত্রীকে দিয়ে সে মাদক বিক্রির ও অনৈতিক কার্যকলাপ চালাতো। গত কয়েকদিন পূর্বে রুবেল খান তার স্ত্রী সুলতানা পারুলকে নিয়ে মাদ্রাসা রোডের মা মঞ্জিলের নিচতলা ভাড়া নেয়। বহিরাগত থেকে আসা মাদক সেবী ও বিক্রেতারা তার বাসায় আনাগোনা করায় স্থানীয় প্রতিবেশিরা বিষয়টি সন্দেহ করে। পরে মডেল থানা পুলিশকে জানালে থানার এসআই ফিরোজ আলম ও এএসআই আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে গত রোববার রাত ১০টায় মাদ্রাসা রোডের মা মঞ্জিলের নিচ তলায় অভিযান চালায়। এ সময় সুলতানা পারুলের স্বামী রুবেল খান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ তার বাসা তল্লাশী চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও বিদেশী বিয়ারের প্রায় ৪০ টি খালি বোতল জব্দ করে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
শিরোনাম:
সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
