টিভি দেখতে বারণ করায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে দশটার সময় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৬নং ওয়ার্ডের বেপারী বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মাহবুব ম-ল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই রাতে ঘটনাস্থল যান এবং মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ তথ্য জানিয়েছেন থানার ডিউটি অফিসার। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত শারমিন লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়তো। সে ওই এলাকার রাজমিস্ত্রী ইউনুছ সর্দারের মেয়ে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিজেদের ঘরে টিভি না থাকায় শারমিন প্রায় সময় প্রতিবেশীর ঘরে গিয়ে টিভি দেখতো। ঘটনার রাতে শারমিন স্টার জলসা চ্যানেলে ‘কে আপন, কে পর’ নামে ভারতীয় সিরিয়াল দেখছিলো। এ সময় পড়ার সময় টিভি না দেখার জন্যে শারমিনকে তার বড় ভাই মামুন বারণ করেন। এরপর রাত আটটার পর থেকে শারমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা খুঁজতে গিয়ে দেখেন বাড়ির কিছু দুরে পুকুরপাড়ের একটি ছোট্ট গাছের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো শারমিন ঝুলে আছে।