প্রতিনিধি : অবশেষে আপন মা শনাক্ত করল জেলার হাজীগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে এক শিশুর মা দাবিতে দুই নারীর মধ্য থেকে আসল মাকে শনাক্ত করেন তারা।
শনাক্ত করা পাঁচদিনের শিশুটির আসল মা হলেন জেলার হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরার মরণ আলীর মেয়ে বিলকিছ আক্তার (২৫)।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এরশাদ দ্য রিপোর্টকে বলেন, আপন মাকে শনাক্ত করে শিশুটিকে তার কোলে তুলে দেওয়া হয়েছে। অপর নারীকে থানায় আটক রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।
আটক করা নারী হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মৃত নিজাম উদ্দিনের মেয়ে আনু বেগম (২৬)।
পুলিশ জানায়, ওই শিশুসন্তানকে নিয়ে টানাটানি করতে দেখে পৌর এলাকার ৫ নম্বর পশ্চিম মকিমাবাদের স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। শনিবার বিকেলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এরশাদ শিশুসহ দুই নারীকে থানায় নিয়ে আসেন।
এদিকে সন্তান পেয়ে বিলকিছ আক্তার দ্য রিপোর্টকে জানান, ওই নারী তার সন্তান নিয়ে যাওয়ার সময় তিনি জোর করে কোলে নিতে চাইলে উভয়ের মধ্যে টানাটানি শুরু হয়। তিনি বলেন, ‘টানাটানি করতে গিয়া আমার পোলা আঘাত পাইছে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘আটক নারী আনু বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’