কচুয়া সংবাদদাতা: কচুয়ায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপেজলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,মুক্তিযুদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুল,কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার,উপজেলা তথ্য অফিসার মোশারফ হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা ও বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক প্রমুখ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ খেলা প্রেমিক লোকজন উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/