প্রতিনিধি
মুন্সিগঞ্জ থেকে সুরেশ্বর যাবার পথে কালবোশেখীর কবলে পড়ে মেঘনায় ডুবে গেছে যাত্রীবাহী লঞ্চ মিরাজ-৪। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, এসময় নৌযানটিতে দেড় শতাধিক যাত্রী ছিল। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে, নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানা গেছে। কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কজ পরিচালনা করছে। তাছাড়াও ঘটনাস্থলে আছেন নৌমন্ত্রী ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- বাবা জামাল শিকদার (৫৫) ও তার ছেলে আবিদ শিকদার (২৮) এবং টুম্পা বেগম (২৬)। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশু এবং আরো একজন নারী রয়েছে। তাদের বাড়ি শরীয়তপুরের সুরেশ্বর বলে জানা গেছে।
134 0 0 1 Google0 0