প্রতিনিধি ==
গত ২৭ নভেম্বর ভোরে শাহরাসত্দি উপজেলার মেহের রেল স্টেশন এলাকায় রেল লাইনের সস্নিপার খুলে ফেলা ও নাশকতার অভিযোগে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ নভেম্বর রাতে মামলা দায়ের হয় বলে জানা যায়। মামলার বাদী রেলওয়ের কর্মরত আব্দুল হাই, পিতা-মৃত শহিদ উলস্নাহ, সাং-রসুলপুর, উপজেলা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। মামলা নং-৩/১২, ধারা ১৪৩, ৪৪৭, ৪২৭, ৩৭৯ দঃ বিঃ তৎসহ রেলওয়ে আইনে ১২৬ ধারা।
রেলওয়ে থানা চাঁদপুরের পুলিশ পরিদর্শক সুভাষ কানত্দি দাস জানান, উক্ত মামলার তদনত্দ কর্মকর্তা তিনি নিজেই। মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন ঃ শাহরাসত্দি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আবুল হোসেন, জামায়াত নেতা মিজানুর রহমান, ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যৰ মাওঃ দেলোয়ার হোসেনসহ ৩৪জন। এছাড়া ১শ’ থেকে ১শ’ ১০জন অজ্ঞাতনামা আসামী রয়েছে।