শওকত আলী ॥
জেলার কচুয়া উপজেলায় মেয়েকে ইভটিজিংয়ের মাধ্যমে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও চাচাকে ইভটিজাররা বেধমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। বুধবার দুপুরে উপজেলার রঘুনাথপুর বাজারের হাসিমের দোকানে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইভটিজারদের উৎপাতের শিকার হন স্কুল পড়ুয়া ছাত্রী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। ইভটিজারদের শিকার ছাত্রী রঘুনাথপুর গ্রামের আবদুল মালেকের কন্যা। অভিযোগ সূত্রে জানা গেছে, বখাটে যুবক হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা গ্রামের মোস্তফা মিয়া ছেলে কামরুল ইসলাম (২৫) ও তার সাঙ্গপাঙ্গোরা ওই ছাত্রীর বাবা আঃ মালেক ও চাচা আঃ খালেককে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। ওই সময় বখাটে কামরুল ইসলামের সাথে তার সহযোগী হিসেবে জহিরুল ইসলাম, জাকির হোসেন ও সুমনসহ ৭/৮ জন বখাটে যুবক এ অর্তকিত হামলা চালিয়ে ছিল।’ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।