চাঁদপুর: প্রযুক্তির যেমন ভাল দিক আছে, তেমনি খারাপ দিকগুলো শিশু থেকে শুরু করে সব বয়সী লোকদেরকে আসক্ত করে তুলছে। বিশেষ করে মোবাইলে থ্রিডি গেমসগুলো জীবন্ত হওয়ার কারণে শিশু-কিশোররা বেশী ঝুঁকছে। কিন্তু এই গেমস্ খেলতেগেলে শুধুমাত্র মোবাইল নয়, সাথে ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন।
বর্তমানে কিশোরদের কাছে অত্যধিক জনপ্রিয় মোবাইল গেমস ফ্রি ফায়ার গেমস। সেটি খেলার এমবির টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে মতলবে আত্মহত্যা করেছে মামুন (১৪) নামে এক কিশোর।
শুক্রবার (২১ মে) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ওইদিন দুপুরে ১টার দিকে মামুন তার মায়ের কাছে মোবাইলের এমবির জন্যে টাকা চাইলে তার মা কমলা বেগম পরে নিতে বলে। যার কারণে রাগ-ক্ষোভে ঘরের আঁড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর মামুন।
তার মা বর্তমানে ঢাকা একটি গার্মেন্টেস্-এ চাকরি করে কোন রকমে ২ মেয়ে ১ ছেলে নিয়ে সংসার চালিয়ে আসছে। এটি তার নানার বাড়ি। ঈদে তারা নানা বাড়িতে আসে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মতলব দক্ষিণ থানা পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/